নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, বিএসটিআই এর অনুমোদন ছাড়া দধি ও ঘি তৈরি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শহরের উকিলপাড়ার জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। একই সময় দিগুবাবুর বাজারে বকরির মাংসকে খাসির মাংস বলে বিক্রি করার অপরাধে একটি মাংসের দোকানকেও জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে বাজার অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
অভিযানে বাজার কর্মকর্তা, ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মো. সেলিমুজ্জাযমান বলেন- অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, বিএসটিআই এর অনুমোদন ছাড়া দধি ও ঘি তৈরি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং দিগুবাবুর বাজারে খাসির মাংস বলে বকরির মাংস বিক্রয়ের অপরাধে ৪৪ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
কেএআর