বগুড়া: বগুড়ার সদর উপজেলায় আলিফ (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আলিফ সদর উপজেলার ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে নিজ কক্ষ থেকে আলিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, আলিফ তার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে হতাশা ও উদাসিনতার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
কেইউএ/ওএইচ/