ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে সুন্দরবন থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ কুইন্টাল।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল থেকে মধু আহরণের জন্য পাস দেওয়া শুরু করে বন বিভাগ।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কোবাদক, কদমতলা ও কৈখালী ফরেস্ট স্টেশন থেকে মৌয়ালদের সুন্দরবনে প্রবেশের জন্য এ পাস দেওয়া হচ্ছে।

সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সুলতান আহম্মেদ বাংলানিউজকে জানান, এই স্টেশন থেকে শতাধিক মৌয়াল সুন্দরবনে প্রবেশের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার থেকে পাস দেওয়া শুরু হয়েছে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবুল হাসান বাংলানিউজকে জানান, সুন্দরবন থেকে মধু সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। চলতি মৌসুমে ২০৭ জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহের জন্য প্রবেশ করবেন।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।