ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

করোনা সচেতনতা বাড়াতে কাজ করছে কক্সবাজার জেলা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
করোনা সচেতনতা বাড়াতে কাজ করছে কক্সবাজার জেলা পুলিশ করোনা সচেতনতা বাড়াতে কাজ করছে কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজার: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে কক্সবাজার জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজার শহরের কলাতলী মোড়, হোটেল-মোটেল জোন, সুগন্ধা ও সৈকতের লাবণী পয়েন্টেসহ শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়।

এসময় পুলিশ কর্মকর্তারা সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রচারপত্র বিলি করেন।

সংশ্লিষ্টরা জানান, এ সচেতনতামূলক প্রচারণায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে করোনা সংক্রমণ রোধে জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, করোনা সংক্রমণ রোধে পরিবহণ মালিক ও শ্রমিকদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।