বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তের পাঁচভূলট গ্রাম থেকে ১৫ পিস স্বর্ণের বারসহ (১ কেজি ৭৫০ গ্রাম) রানা হামিদ (২৬) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরের দিকে স্বর্ণের চালানটিসহ তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পাঁচভূলট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে যাবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে পাঁচভূলট গ্রাম থেকে ইজিবাইকসহ চালক রানাকে আটক করা হয়। এ সময় ইজিবাইকে তল্লাশি করে সিটের নিচে রাখা ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহি বাংলানিউজকে জানান, আটক রানার নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস