ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নির্ধারণ হয়নি মাংসের দাম, বাণিজ্য মন্ত্রণালয়ে ডিএনসিসির চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
নির্ধারণ হয়নি মাংসের দাম, বাণিজ্য মন্ত্রণালয়ে ডিএনসিসির চিঠি

ঢাকা: আসন্ন রমজানে গরুসহ অন্য পশুর মাংসের দাম নির্ধারণের জন্য নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার (১ এপ্রিল)। তবে এদিনও দাম নির্ধারণ করতে পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

দাম নির্ধারণে নির্দেশনা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

এর আগে বুধবার (৩১ মার্চ) দাম নির্ধারণের জন্য মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক অনলাইন সভা করে ডিএনসিসি। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে সেই সভায় দাম নির্ধারণ করা যায়নি। সভা শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার দাম নির্ধারণ করা হবে।

তবে বৃহস্পতিবার সারাদিন অপেক্ষা করেও ডিএনসিসি থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কোনো সংবাদ সম্মেলনের কথাও জানায়নি সংস্থাটি। পরবর্তীসময়ে মাংসের দাম নির্ধারণ নিয়ে জানতে চাইলে, দুপুরের পর অফিসে ছিলেন না, এ বিষয়ে কিছু না জানার কথা বলে বাংলানিউজকে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে, দাম নির্ধারণ করতে না পারার বিষয়টি জানান তিনি। একই সঙ্গে দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের সাহায্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও বাংলানিউজকে তিনি নিশ্চিত করেন।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুর রহমান বলেন, আমরা নিজেরাই হুট করে কোনো দাম নির্ধারণ করে দিতে চাইছি না। দক্ষিণ সিটি করপোরেশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এটা করতে চাইছি। এজন্য আমরা দক্ষিণ সিটি করপোরেশনকেও দেখছি যে, তারা কী করছে। তারা দাম নির্ধারণে নির্দেশনা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। আমরাও আজ একটি চিঠি দিয়েছি।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, দেখা গেলো আমরা একটা দাম নির্ধারণ করে দিলাম, অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশন বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে আরেকটি দাম নির্ধারণ করলো, তখন বিষয়টি কেমন হবে? এজন্য আমরা একটু বুঝেশুনে কাজটা করতে চাইছি।
 
কবে নাগাদ চিঠির জবাব আসতে পারে বা কবে নাগাদ দাম নির্ধারিত হবে এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

বুধবারের ভার্চ্যুয়াল সভায় মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে এবারের রমজানে দেশি গরু প্রতিকেজি ৫৫০ টাকা, বিদেশি গরু ৫০০ টাকা, খাসি ৮০০ টাকা, ছাগল ও ভেড়া ৭০০ টাকা পর্যন্ত দাম নির্ধারণের প্রস্তাবনা দেওয়া হয়। মাংস ব্যবসায়ীদের অভিযোগ, বেশকিছু কারণে মাংসের দাম সহনীয় পর্যায়ে রাখা যাচ্ছে না। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।