ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ভোলা: ভোলার চরফ্যাশনে ঝুমুর বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ গ্রামে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত ঝুমুর একই গ্রামের মো. জুয়েলের ন্ত্রী।

নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে ঝুমুরের সঙ্গে একই এলাকার জুয়েলের প্রেমের সম্পর্ক ছিল। প্রেম চলা সময়ে ঝুমুর ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ঘটনাটি জানাজানি হলে দুই মাস আগে স্থানীয়রা দু’জনকে বিয়ে করিয়ে দেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। বৃহস্পতিবার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ঝুমুর।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহতের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, স্বামীর সঙ্গে ঝামেলা চলছিল ঝুমুরের। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা তার কারণ অনুসন্ধানে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।