ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: আন্তর্জাতিক সেনা অনুশীলনে যোগ দেবে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: আন্তর্জাতিক সেনা অনুশীলনে যোগ দেবে ভারত

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেনা অনুশীলনে যোগ দেবে ভারত।  

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

শান্তির অগ্রসেনা-২০২১ অনুশীলনে ভারতীয় সেনারা অংশ নিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক, জওয়ানসহ ডোগরা রেজিমেন্টের ৩০ জন সেনা বিশেষ এই অনুশীলনে যোগ দেবেন। ভারত ছাড়াও ভুটান, শ্রীলংকা এবং বাংলাদেশের সেনাবাহিনীও এই অনুশীলনে থাকবে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, তুরস্ক, সৌদি আরব, কুয়েত ও সিঙ্গাপুর থেকেও সেনাবাহিনীর পর্যবেক্ষকরা আসবেন। আগামী ৪ থেকে ১২ এপ্রিল এই অনুশীলন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।