ভোলা: করোনা রোধে মুখে মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোলার ছয় উপজেলায় ১৩৮ জনকে ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
এ নিয়ে গত দু’দিনে জেলায় মোট ৩৪১ জনকে জরিমানা করা হলো। এছাড়াও বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনভর অভিযানে ভোলা সদরে ৩০ জনকে ১২ হাজার ৪৫০ টাকা, চরফ্যাশন ২৭ জনকে ৬ হাজার ৩৫০ টাকা, তজুমদ্দিনে ৪৭ জনকে ৫ হাজার ১০০ টাকা, লালমোহনে ১৪ জনকে ৫ হাজার ৫০০ টাকা, দৌলতখানে ১১ জনকে ১ হাজার ৩০০ টাকা ও বোরহানউদ্দিন উপজেলায় ৯ জনকে ১ হাজার ৮০০ সহ মোট ৩০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস