মৌলভীবাজার: ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল থানার আয়োজনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মৌলভীবাজার জেলা পুলিশের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সামনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেকের সঞ্চালনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান (সদর সার্কেল)এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের ও অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহুর তরফতার প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
বিবিবি/জেআইএম