নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ভিটা কাজিপুর ও কচুয়া বিল এলাকায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে মমিনুল ইসলাম ও গোলাম রাব্বানী নামে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর মেশিনের দুইটির ব্যাটারি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে নাটোরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন এই জরিমানা করেন। মমিনুল ইসলাম ও গোলাম রাব্বানী উপজেলার ওই এলাকার বাসিন্দা।
নাটোরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মমিনুল ইসলাম ও গোলাম রাব্বানী পৃথকভাবে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ভিটা কাজিপুর ও কচুয়া বিল এলাকায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর খনন বন্ধ করা হয়। একইসঙ্গে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি উত্তোলনের অপরাধে দুইটি পৃথক মামলায় মমিনুল ইসলাম ও গোলাম রাব্বানী প্রত্যেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া এক্সেভেটর মেশিনের দুইটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীদের অবৈধ পুকুর খনন করে মাটি বিক্রি বন্ধ করতে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
জেআইএম