ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আর্থিক সুবিধায় বিবাহিত ও ছাত্রলীগ নেতাকে পদায়ন ছাত্রদলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
আর্থিক সুবিধায় বিবাহিত ও ছাত্রলীগ নেতাকে পদায়ন ছাত্রদলে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের কমিটিতে একজন বিবাহিত নেতাকে আহ্বায়ক করে কমিটি দিয়ে বিতর্কে পড়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল।  

একই সঙ্গে ছাত্রলীগের এক নেতাকে পদ দিয়েও বিপাকে পড়েছেন তিনি।

তবে কিসের বিনিময়ে তথ্য প্রমাণ থাকার পরেও একজন বিবাহিত ও ছাত্রলীগ নেতাকে পদায়ন করেছেন তিনি সেটিই এখন প্রশ্ন তৃণমূলে।  

একাধিক সূত্র জানায়, মোটা অংকের টাকার বিনিময়ে কমিটিতে পদ দিয়েছেন দু’জনকে সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল ও সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ লেনদেনের সঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবও জড়িত। এর মধ্যে বিয়ের একাধিক প্রমাণ ও ছাত্রলীগের কমিটির কাগজ থাকলেও বরং দলের সর্বোচ্চ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও ভুল তথ্য দিয়ে তাদেরকে পদায়ন করান শ্যামল - শ্রাবণ।  

জানা যায়, রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক পদ পাওয়া সুলতান মাহমুদ বিবাহিত। ছাত্রদলের নিয়মানুসারে বর্তমানে বিবাহিত, অছাত্র কেউ এভাবে আহ্বায়ক হতে পারবেন না। তবে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে টাকার বিনিময়ে। কমিটির আহ্বায়ক বিবাহিত সুলতান মাহমুদ দাউদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জামান মিয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌসি জেরিনকে ২০১৮ সালে বিয়ে করেন।  

দলীয় একাধিক সূত্র জানায়, সুলতান মাহমুদ কমিটি পাবার আগে নিজেদের দাউদপুরের একটি জমি বিক্রি করেন ৩০ লক্ষ টাকায়। সেই টাকা থেকে ২৫ লক্ষ টাকা কমিটিতে পদ পেতে খরচ করেন সুলতান। ২৫ লক্ষ টাকা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল ও সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের কাছে দিয়ে পদ নিশ্চিত করে দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব। মূলত নিজের থানা কমিটি ঘোষণার আগে প্রভাব হারানোয় যেন তার স্বাক্ষর ছাড়া কমিটি না দেয়া হয় সেজন্য সজীব কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করেন। পরে এই আর্থিক লেনদেনের মাধ্যমে তার স্বাক্ষরেই কমিটি চূড়ান্ত করা হয়।  

এ বিষয়ে জানতে একাধিকবার শ্যামলের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।  

এর মধ্যে সুলতানের বিরুদ্ধে অভিযোগ উঠে মাতাল হয়ে উলঙ্গ অবস্থায় ভিডিও করে সেই ভিডিও নারীদের পাঠিয়ে উত্ত্যক্ত করার। সেই অভিযোগের সত্যতা পাওয়া যায় ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উলঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও তিনি একাধিক নারীকে পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। সেই ভিডিওটিও এই প্রতিবেদকের হাতে এসেছে।

এছাড়া আরিফ বিল্লাহ আলিফকে এ কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে। অথচ আরিফ বিল্লাহ আলিফ ২০১৮ সালে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। এ বিষয়টিও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অবগত রয়েছেন। তারপরও তিনি তাকে পদ দিয়েছেন এবং তার পক্ষেই অবস্থান নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।  

এসব বিষয় তুলে ধরে ইতোমধ্যে ছাত্রদলের সর্বোচ্চ অভিভাবক তারেক রহমানের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের ঘোষিত রূপগঞ্জ থানা কমিটির ১৪ জন। ২১ জনের কমিটির ১৪ জন নেতাই ছাত্রদলের মতো একটি সংগঠনের কমিটিতে এ ধরনের নেতাদের পদায়নে লজ্জাবোধ করে এ বিষয়টি দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।