ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রমজান উপলক্ষে ফেনীতে টিসিবির ভ্রাম্যমাণ কার্যক্রম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
রমজান উপলক্ষে ফেনীতে টিসিবির ভ্রাম্যমাণ কার্যক্রম 

ফেনী: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে টিসিবি’র ভ্রাম্যমাণ কার্যক্রম উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া।

 

অতিরিক্ত জেলা গোলাম জাকারিয়া জানান, টিসিবির ভ্রাম্যমাণ কার্যক্রমের আওতায় সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন। এতে করে সাধারণ মানুষরা কিছুটা হলেও লাভবান হবেন।  

মেসার্স মনসুর ডিপার্টমেন্টাল ষ্টোর ও মেসার্স বাবু ডিপার্টমেন্টাল ষ্টোর নামীয় দুটি ডিলারের বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  

তারা প্রত্যেকে প্রতিদিন বিক্রয়ের জন্য টিসিবি’র কাছ থেকে ৭০০ কেজি চিনি, ৫০০ কেজি মসুর ডাল, ৪০০ কেজি ছোলা, ৮০০ লিটার সয়াবিন ও ১ হাজার কেজি পেঁয়াজ পাবেন। প্রয়োজন অনুসারে এর পরিমাণ বাড়তে বা কমতে পারে। এই কার্যক্রম রমজান পর্যন্ত চলবে বলে জানান তিনি।  

পরিবেশক হুমায়ুন কবির ভূঁঞা জানান, টিসিবি ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে ভ্রাম্যমাণ ট্রাকসেল বেচা-কেনা চলবে। একজন ক্রেতা ৫ কেজি পেঁয়াজ, সয়াবিন ৪ লিটার, মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, চিনি ২ কেজি মোট ৬৪০ টাকার পণ্য কিনতে পারবেন। হুমায়ুন জানান জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এসএইটডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।