ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে নবনির্বাচিত মেয়রের বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
যশোরে নবনির্বাচিত মেয়রের বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা

যশোর: যশোর পৌরসভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ শহরের গরীবশাহ সড়কে বঙ্গবন্ধু স্মৃতি মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

গত বুধবার যশোর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হোন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গনি খান পলাশ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শহর আওয়ামী লীগনেতা লুৎফুল কবীর বিজু, তোফায়েল হোসেন, জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, ৩ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মোকসিমুল বারী অপু, ৭ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
ইউজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।