ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ইউএস বিজনেস কাউন্সিল উদ্বোধন ৬ এপ্রিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
বাংলাদেশ-ইউএস বিজনেস কাউন্সিল উদ্বোধন ৬ এপ্রিল

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে ‘বাংলাদেশ-ইউএস বিজনেস কাউন্সিল’ গঠন করা হচ্ছে। আগামী ৬ এপ্রিল এই বিজনেস কাউন্সিলের উদ্বোধন হবে।

বিজনেস কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওবার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত থাকবেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও এতে যোগ দেবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগেই দুই দেশের মধ্যে বিজনেস কাউন্সিল চালু করা হচ্ছে। বিজনেস কাউন্সিল গঠনের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানান, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-ইউএস বিজনেস কাউন্সিল চালু করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী- বিনিয়োগকারীদের কাছে এ দেশের ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা তুলে ধরা হবে। এতে দুই দেশই লাভবান হবে বলে তিনি প্রত্যাশা করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।