ঢাকা: দোকান কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ, চাকরির নিরাপত্তা ও ঈদের আগে ঈদ বোনাস পরিশোধসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
শুক্রবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
দোকান কর্মচারী ফেডারেশনের অন্যান্য দাবিসমূহ হলো- দোকান কর্মচারীদের বেআইনিভাবে চাকরিচ্যুত বন্ধ করতে হবে। চাকরির নিরাপত্তা দিতে হবে। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বছরে দু’টি উৎসব বোনাস দিতে হবে। কর্মচারীদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে। সপ্তাহে দেড় দিন ছুটি দিতে হবে। কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও নিহত দোকান কর্মচারীদের ক্ষতিপূরণ দিতে হবে। বছরে সার্ভিস বেনিফিট দিতে হবে। দৈনিক ৮ ঘণ্টা ডিউটি ও অতিরিক্ত কাজের জন্য ওভার টাইম দিতে হবে। দোকান কর্মচারীদের হাজিরা খাতা ও সার্ভিস বুক রাখতে হবে।
মানববন্ধনে দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন বলেন, দেশে ৬০ লাখ দোকান কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। করোনা ভাইরাসের কারণে দোকান, মার্কেট, শপিংমল ও ডিপার্টমেন্টাল সুপারশপ অনেক দিন বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে সব দোকানপাট খুললেও আগের তুলনায় বিক্রি কম। বিক্রি কম এ অজুহাতে অনেক দোকান মালিক কর্মচারীদের মাসিক বেতন অর্ধেক বা বেতন কম দিচ্ছে। গত দুই ঈদেও দোকান মালিকরা অধিকাংশ দোকান কর্মচারীকে ঈদের বোনাস দিতে পারেনি। এ সময় অনেকেই পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবন-যাপন করেছেন।
ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, এম এ গণি, হযরত আলী মোল্লা, নাসিমা আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
পিএস/আরবি