ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে করোনা সংক্রমণ রোধে পুলিশের জনসচেতনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
শিবচরে করোনা সংক্রমণ রোধে পুলিশের জনসচেতনতা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে শিবচর থানা পুলিশ।  

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে শিবচর পৌর এলাকায় জনসমাগম রোধে মাইকিং করে পুলিশ।

এ সময় মাস্ক ব্যবহার করতে সাধারণ মানুষদের পরামর্শ ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করেন। শিবচর পৌর এলাকায় মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা।  

এদিকে উপজেলার বাংলাবাজার ঘাটে পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবহনের বিষয়টি মনিটরিং করে শিবচর থানা পুলিশ।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিবচরে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুগ্ধ করা হচ্ছে। আমরা শিবচর পৌর বাজার, বাংলাবাজার ঘাটসহ জনবহুল এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। মাস্ক বিতরণ করছি।  

এছাড়া করোনার ঝুঁকি এড়াতে উপজেলার বাজারগুলোতে নির্ধারিত সময়সীমা বেধে দেওয়া হয়েছে। সন্ধ্যা সাতটার পর বাজারের দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ইতোমধ্যেই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।