বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোস্তাফিজুর নামে এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত অ্যাসকেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়।
শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
জানা যায়, মাটির ওই পয়েন্টটি ছিল স্থানীয় সড়কের পাশে ও জনবসতি এলাকার মধ্যে। এতে গ্রামের ঘর-বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কিন্তু মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের কাছে জিম্মি অবস্থায় ছিলেন গ্রামবাসীরা।
সাবরিনা শারমিন বলেন, উপজেলার দড়িমুকুন্দ গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত মোস্তাফিজুর নামে একজনকে ৩৫ হাজার টাকা করা হয়েছে। এ সময় অ্যাসকেভেটর জব্দ করা হয়। পরে অ্যাসকেভেটরটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি বলেন, অভিযানকালে আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
কেইউএ/আরবি