ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাহামুদুর রশিদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
মাহামুদুর রশিদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

ঢাকা: ১৪ বছর বয়সেই তীক্ষ্ণ বিচক্ষণ এই তরুণ আনাগোনা দেন অনলাইন পাড়ায়। সফলতার মুখ খোঁজাই তার লক্ষ্য।

যার ফলশ্রুতি তিনি বর্তমান সময়ের একজন সফল বই লেখক এবং সংগীতাঙ্গনের নতুন মুখ। ইতোমধ্যে তিনি নাম লিখিয়েছেন একজন উদ্যোক্তা হিসেবে।

স্থাপনা নির্মাণ কৌশলে পরিবর্তন আনতে ইটের পরিবর্তে নির্মাণ সামগ্রী হিসেবে ‘কংক্রিট ব্লক’ বানাতে উদ্যোগ নেন। গড়ে তোলেন ‘টিআর ব্লক ম্যানুফ্যাকচার কোম্পানি’ (Tr block manufactur company)। সেখানে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক তৈরি হচ্ছে। পরিবেশবান্ধব বলে দিন দিন চাহিদাও বাড়ছে ব্লকের।

কারখানার মূল উদ্যোক্তা মাহামুদুর রশীদ (Mahamudur Rashid) বলেন, ইট এবং ইটভাটার কারণে প্রতিদিন ফসলি জমি নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত মানুষের গড় আয়ু হুমকির মুখে পড়ছে। সেই চিন্তা থেকে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক বানানোর উদ্যোগ নিই। গড়ে তুলি টি.আর.ব্লক ম্যানুফ্যাকচার কোম্পানি’। যেখানে পরিবেশ ও জনসাধারণ কারো ক্ষতি হওয়ার আশঙ্কায় নেই। শতভাগ পরিবেশবান্ধব।

মাহামুদুর রশিদ বর্তমান সময়ের একজন বাংলাদেশি সহ সঙ্গীতশিল্পী, সফল উদ্যোক্তা, প্রভাবশালী লেখক, ওয়েব ডেভেলপার ও সাইবার নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি সংগীত সংস্কৃতির পাশাপাশি বেশ কয়েকটি বইও লিখেছেন।  

মাহামুদুর রশিদ আরও বলেন, ‘দ্যা লাস্ট লেটার’ নামে বই দিয়ে আমার সাহিত্য জীবন শুরু হয়। সেটি গুগলবুক, অ্যামাজনবুকসহ বিশ্বের বেশ কয়েকটি প্লাটফর্মে পাওয়া যাচ্ছে।

 

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।