ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
বগুড়ায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ মো. আশরাফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী মোছা. রুকছানা বেগম (৩৩) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটক আশরাফুল ইসলাম ও রুকছানা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মো. ওসমান গনির ছেলে ও পুত্রবধু।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সোনাতলা পৌরসভার বোচারপুকুর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা মো. আশরাফুল ইসলাম ও তার স্ত্রী মোছা. রুকছানা বেগমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
  
তিনি বলেন, আটক আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা এবং তার স্ত্রী রুকছানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
কেইউএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।