ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার লুয়াইউনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

থানা সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে লুয়াইউনী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজনগর উত্তরভাগ চা-বাগানের বাসিন্দা রবীন্দ্র কর্মকারের ছেলে সুজন কর্মকার (২২) ও রঞ্জিত রায়ের ছেলে রাজন রাতের (২৩) মৃত্যু হয়। তারা দু’জন মোটরসাইকেল আরোহী ছিলেন।  

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বাংলানিউজকে জানান, এ ঘটনায় ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মৌলভীবাজার সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।