ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে পাওয়া সেই শিশু ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
বিমানবন্দরে পাওয়া সেই শিশু ঢামেকে বিমানবন্দরে পাওয়া সেই শিশু ঢামেকে

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে পাওয়া আট মাসের শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শুক্রবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের ২০৮ শিশু ওয়ার্ডে শিশুটিকে ভর্তি করা হয়।

শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম হিমেল বলেন, সন্ধ্যার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন বিমানবন্দর থানা পুলিশ। শিশুটির ঠাণ্ডা ছাড়া কোনো সমস্যা নেই। তার এক্সরে সহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির যে ঠাণ্ডা সেটা ওষুধেই ঠিক হয়ে যাবে। ভর্তি রাখার দরকার ছিলো না। তবে শিশুর কেউ না থাকায় তাকে ভর্তি রাখা হয়েছে।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত শিশুটির কোন অভিভাবক পাওয়া যায়নি। বিকেলে শিশুটিকে আজিমপুর শিশু নিবাসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলা হয়। পরে শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন>>> বিমানবন্দরে ট্রলির মধ্যে পাওয়া গেল ৮ মাসের শিশু

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।