ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শখ পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
শখ পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে   হেলিকপ্টার চড়ে বিয়ে  

সাতক্ষীরা: হেলিকপ্টার চড়ে বিয়ে! শুনতে অবাক লাগলেও শখ পূরণে হেলিকপ্টারে করেই বিয়ে সারলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে মোখলেছুর রহমান।

মোখলেছুর পেশায় ছাত্র।

স্ত্রী জবা আক্তারও তার সঙ্গে পড়াশোনা করেন। তারা দুজনেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার (০২ এপ্রিল) দুপুর ২টা। রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাইভেটকারে করে রব সাজে পৌঁছালেন মোখলেছুর রহমান। কিছুক্ষণের মধ্যেই সেখানে অবতরণ করলো একটি প্রাইভেট হেলিকপ্টার। আগে থেকেই ছিল উৎসুক জনতার ভিড়। ধীরে ধীরে হেঁটে গিয়ে হেলিকপ্টারে উঠে বসলেন মোখলেছুর রহমান। হেলিকপ্টার উড্ডয়ন করলো কনের বাড়ি পাশের গ্রাম পরানপুরের উদ্দেশে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কনেকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন মোখলেছুর রহমান।

বিয়ের এমন আয়োজন নিয়ে মোখলেছুর রহমানের মন্তব্য জানা না গেলেও বেজায় খুশি এলাকাবাসী। সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে মোখলেছুর-জবা দম্পতির বিয়ের খবর।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।