সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের ধীতপুর এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- ওই উপজেলার শিবনাথপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আবু সাঈদ (৪৪)। আহত দু’জনের নাম জানা যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ধীতপুর এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। অটোরিকশাটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এসআরএস