ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটের শাসন গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

শনিবার (৩ এপ্রিল) নিহত আসাদ শেখের মেয়ে বাদী হয়ে মমতাজ বেগম ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা করেন।

এদের মধ্যে এজাহার নামীয় আসামি মিকাইল হোসেন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বাংলানিউজকে বলেন, নিহতের মেয়ে মমতাজ বেগম বাদী হয়ে আবুল হোসেন মোল্লাকে প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে এজাহার নামীয় ২ নম্বর আসামি মিকাইল হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রার্থী মামুন শেখের চাচা আসাদ শেখ (৭০) মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের ৩০-৩৫টি ঘরবাড়ি ভাঙচুর করে। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২ এপ্রিল) নিজ বাড়িতে নিহত আসাদের শেখের দাফন সম্পন্ন হয়। এদিকে সংঘর্ষের পর থেকে মোল্লাহাট উপজেলার শাসন গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।