কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এমরান হোসেন (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মিম আক্তার।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে নিহত এমরানের চাচাতো ভাই মোহাম্মদ রাসেল মিয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার (২ এপ্রিল) দিনগত রাতে উপজেলার জোড় খেজুরগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এমরান উপজেলার উত্তর শাকতলী গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে। ২৫ দিন আগে তিনি ছুটিতে বাহরাইন থেকে দেশে আসেন।
রাসেল মিয়া জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে স্ত্রীসহ উপজেলার নরপাটিস্থ শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন এমরান। পথে জোড় খেজুরগাছতলা এলাকায় এলে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে এমরানের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। গুরুতর আহত মিম কুমেক হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসএইচডি/আরবি