ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শামসুজ্জামান খানসহ বাংলা একাডেমির চারজন করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
শামসুজ্জামান খানসহ বাংলা একাডেমির চারজন করোনা আক্রান্ত

ঢাকা: করোনা আক্রান্ত হয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ এ তথ্য জানিয়েছেন।

শামসুজ্জামান খান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ছাড়াও বাংলা একাডেমির আরও তিনজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যরা হলেন, অমর একুশে বইমেলা সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ, গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর এবং একাডেমির সচিব এ এইচ এম লোকমান।

বর্তমানে তারা সবাই বাসায় ‘আইসোলেশনে’ থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১০৬  ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এইচএমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।