নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গৃহবধূ রোজিনা (২৭) হত্যা মামলার আসামি কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য লিটনকে (৪৫) গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
রোববার (৪ এপ্রিল) আড়াইহাজার পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনিচুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১২ টায় লিটন মেম্বারকে আড়াইহাজার বাজার থেকে গ্রেফতার করা হয়।
২০১৮ সালে কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের বাবুলের স্ত্রী রোজিনাকে হত্যার দায়ে একটি মামলা দায়ের করেন। নিহতের স্বামী বাবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামালার গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
ওএইচ/