ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

লকডাউনেও রংপুরে কমেনি জনসমাগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
লকডাউনেও রংপুরে কমেনি জনসমাগম

রংপুর: উত্তরের বিভাগীয় শহর রংপুরে সরকার ঘোষিত লকডাউন অনেকটা ঢিলেঢালাভাবে মানা হচ্ছে। লোক সমাগম কিছুটা কমলেও মানা হচ্ছে না লকডাউনের নির্দেশনা।

এতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা করা হচ্ছে। জনসমাগম রোধে ও স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও সাধারণ মানুষ তা মানছে না।

সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে রংপুরের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র পাওয়া যায়।

এদিকে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লকডাউনের নির্দেশনা মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।  শুধু সেই সময়টাতে লোকজন  নির্দেশনা মানলেও কিছুক্ষণ পরেই পরিবেশ পালটে যাচ্ছে।  অন্যান্য এলাকাতে স্বাভাবিক ভাবেই চলাচল করছে মানুষজন।

সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও রংপুর শহরজুড়ে অনেকটা স্বাভাবিকভাবেই প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপভ্যান, থ্রি-হুইলার, ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচল করছে। বিশেষ করে শহরের ভেতরে ইজিবাইকের চলাচলে যানজট লেগে যাচ্ছে মাঝেমধ্যেই। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হলেও সাধারণ মানুষজন কিছুটা কমলেও আগের মতই চলাচল করছে। এতে অনেকেরই মুখে মাস্ক নেই। মানছেন না নিরাপদ শারীরিক দূরুত্বসহ স্বাস্থ্যবিধি।

নগরীর শাপলা চত্বর, পায়রা চত্বর,  জাহাজ কোম্পানি মোড়, সিটি বাজার, মডার্ন মোড়, বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, বিপণিবিতান, শপিংমল বন্ধ রয়েছে। তবে, হালকা দোকানপাট, কাঁচাবাজার খোলা রয়েছে বিভিন্ন জায়গায়। খোলা রয়েছে ব্যাংকসহ সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো।  

রংপুর শহরে সিটি বাস সার্ভিস না থাকায় ইজিবাইক, মোটরসাইকেল ও অটোরিকশায় করে মানুষজন যাতায়াত করে থাকেন। লকডাউনের প্রথম দিনে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অনেকটা আগের মতই এসব চলাচল করছে। এছাড়াও সকাল থেকেই নগরীর শাপলা চত্বর, মডার্ন মোড়সহ বিভিন্ন এলাকায় কর্মজীবী, দিনমজুর, শ্রমিকদের ভিড় দেখা গেছে।

সচেতন মহলের দাবি, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে এবং ভ্রাম্যমাণ আদালতসহ টহল জোরদার করতে হবে। নইলে করোনা সংক্রমণ আরও বাড়বে।

এদিকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। সচেতনতামূলক প্রচারণাসহ মাস্ক বিতরণ করছেন। র‌্যাবের প্রচারণা টিম টহলের মাধ্যমে নগরবাসীকে সচেতন করছেন। মেট্রোপলিটন পুলিশও লকডাউন নির্দেশনা মানানোর চেস্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানুষজনকে সচেতন করবার কাজ করছেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বাংলানিউজকে বলেন, লকডাউন নির্দেশনা মানাতে আমরা মাঠে কাজ করছি। লোকজনের অপ্রয়োজনীয় চলাচলে মানা করছি। গাড়িসহ বিভিন্ন যানবাহন চেক করছি যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। রংপুরে প্রয়োজনের বাইরেও মানুষজন বাইরে বের হয়েছে আমরা তা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।