ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফেনী: ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় মো. ফাহাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফাহাদ উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নবীউল্যাহ বাজার সংলগ্ন ওমর আলী সারেং বাড়ির আবদুল আজিজ খোকনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী পৌর শহরের তাকিয়া সড়কের ইরানী হোটেলের সামনে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফাহাদ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরাফাত হোসেন মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ