গাইবান্ধা: জুয়াড়িদের সংবাদ প্রকাশ করায় গাইবান্ধায় সাংবাদিক সুমন মণ্ডলকে (৩৫) পিটিয়ে জখম করেছে একদল জুয়াড়ি।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত সুমন রংপুর সংবাদ, দৈনিক জাগো জনতা ও অনলাইন একটি টিভি চ্যানেলের গাইবান্ধা জেলা প্রতিনিধি। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামে। তিনি রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ গ্রামের মোতালেব মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন সুমন। তিনি বালুয়া বাজারে পৌঁছালে স্থানীয় জুয়াড়ি লিটন, নজমল ও সেলিমসহ আরো কয়েকজন তার মোটরসাইকেল আটকিয়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে সাংবাদিক সুমনকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিক সুমন বাংলানিউজকে জানান, গত ৬ এপ্রিল গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল রামচন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় বেশ কয়েকজন জুয়াড়িকে আটক করে। যা আমি গণমাধ্যমে প্রচার করি। এর আগেও জুয়াড়িদের তৎপরতা বৃদ্ধির ওপর সংবাদ প্রকাশ করা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে লিটনের নেতৃত্বে একদল জুয়াড়ি বালুয়া বাজার এলাকায় আমাকে পিটিয়ে জখম করে।
গাইবান্ধা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ইমরান হোসেন বাংলানিউজকে জানান, সুমনের শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েক দিন সময় লাগবে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে সুমন মণ্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০২১
এনটি