মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় ফয়জুদ্দিন ফকির (৭০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বাংলাবাজার-আনন্দবাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফয়জুদ্দিন। পথে হোসনাবাদ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার (থ্রি হুইলার) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহন হন ফয়জুদ্দিন। তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এসআরএস