ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়ার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
তিনি জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে পৌর এলাকার গজারিয়া রোড ও উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনীয়া নামক স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও হান্নান ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নাহিদা আক্তার জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এসএইচডি/আরবি