ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা টিকা নিলেন রাজশাহীর পুলিশ কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
করোনা টিকা নিলেন রাজশাহীর পুলিশ কমিশনার টিকা নিচ্ছেন আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। ছবি: বাংলানিউজ

রাজশাহী: করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে বিভাগীয় পুলিশ হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিডের ২য় ডোজ টিকা নেন তিনি।



এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত সব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্ভয়ে করোনা টিকা নেওয়ার পরামর্শ দেন এবং টিকার ব্যাপার উদ্বুদ্ধ করেন।

পরে পুলিশ কমিশনার ছাড়াও আরএমপির উপ-পুলিশ কমিশনাররা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা কোভিডের ২য় ডোজ টিকা নেন।

এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসানসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনার প্রথম ডোজের টিকা নেন রাজশাহী আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। এরপরে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সের সদস্যরাও করোনার প্রথম ডোজের টিকা নেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।