ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
নরসিংদীতে দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা  নগদ টাকা বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নরসিংদী: আসন্ন রমজান মাস উপলক্ষে নরসিংদীতে দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ টাকা করে নগদ টাকা বিতরণ শুরু হয়েছে।  

শনিবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে নগদ টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আগামী ১৬ এপ্রিলের মধ্যে জেলার ৭১টি ইউনিয়নের মোট ৩৭ হাজার ৮শ জন দরিদ্র ও দুস্থ মানুষকে ৫০০ টাকা করে নগদ টাকা দেওয়া হবে।  

শনিবার দুপুরে মেহেরপাড়া ইউনিয়নে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। একইসঙ্গে জেলার ৬ উপজেলার ৭১টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে।  

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হাসানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।