ঢাকা: করোনা ভাইরাস মহামারির নতুন ঢেউ মোকাবিলায় আসন্ন সর্বাত্মক লকডাউনে শ্রমিকদের প্রতি মানবিক আচরণ করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
রোববার (১১ এপ্রিল) সংগঠনের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ক্রমাগত সংক্রমণ ও মৃত্যু হার বাড়ার পরিপ্রেক্ষিতে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করছে। এর পরিপ্রেক্ষিতে পোশাক শিল্পের মালিকপক্ষের সংগঠনসমূহ কারখানা খোলা রাখার দাবিতে রোববার সংবাদ সম্মেলন করেছে।
শ্রমিক নেতারা সরকার এবং মালিকদের প্রতি দাবি জানিয়ে বলেন, কারখানার শ্রমিকরা এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও তাদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তা সবসময় উপেক্ষা করা হয়েছে। এ আশঙ্কাজনক পরিস্থিতিতে দেশের সব নাগরিকের প্রতি সমান আচরণ করতে হবে।
শ্রমিক নেতারা সর্বাত্মক লকডাউনে কারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ করার মধ্য দিয়ে তাদের ঘরে থাকা এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
আরকেআর/আরআইএস