ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ এপ্রিল) দিবাগত গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত সড়কের প্রায় ২০ কিলোমিটারে তীব্র যানজট রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, লকডাউনে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও ঢাকা থেকে প্রচুর বাস আসছে। এছাড়াও উভয় লেনে প্রচুর সংখ্যক পণ্যবাহী যানবাহনের চাপ রয়েছে। এ কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বাংলানিউজকে বলেন, মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। তার ওপর এক ঘণ্টা ব্যবধানে পাঁচলিয়া ও নলকা সেতুর উপর দুটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। বিকল হওয়া গাড়িগুলো রেকার দিয়ে অপসারণ করা হচ্ছে। পুলিশ যানজট নিরসনে রাস্তায় তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।