ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, এপ্রিল ১২, ২০২১
খুলনায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

খুলনা: খুলনার তেরখাদা উপজেলায় ট্রলি ও ইজিবাইক সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার (৮০) নিহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বিড়ি আজগড়া গাউসবাড়ীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত জিতু সরদারের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন সালাম সরদার। এ সময় উপজেলার বিড়ি আজগড়া এলাকার গাউসবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি  ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান বীর মুক্তিযোদ্ধা সালাম।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে ট্রলি চালক পালিয়েছেন। ট্রলি জব্দ করে পুলিশের জিম্মায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।