ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসপাতালে কোভিড সামগ্রী দিলো বিজ্ঞান জাদুঘর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
হাসপাতালে কোভিড সামগ্রী দিলো বিজ্ঞান জাদুঘর

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কুর্মিটোলা মেডিক্যাল হাসপাতালে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে এ সামগ্রী দেওয়া হয়।

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর এ দু’টি মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের কাছে সামগ্রীগুলো তুলে দেন।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘করোনার এ সংকটে চিকিৎসকরা যে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছে, তা বিবেচনায় রেখে বিজ্ঞান জাদুঘর তাদের পাশে দাঁড়িয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জ্ঞান বিজ্ঞান চর্চার সমান্তরালে মানবিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখতে চায়।

কোভিড-১৯ সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় আড়াই হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং ৩০ লিটার জীবাণুনাশক সামগ্রী।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।