ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লকডাউন বাস্তবায়নে এসপিদের নির্দেশ রাজশাহী ডিআইজির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
লকডাউন বাস্তবায়নে এসপিদের নির্দেশ রাজশাহী ডিআইজির

রাজশাহী: আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে পরবর্তী সাত দিন কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য পুলিশ সুপারদের (এসপি) নির্দেশনা দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল বাতেন।

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহীর ডিআইজি এ নির্দেশনা দেন।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ সভায় ডিআইজি আবদুল বাতেন তার কার্যালয়ের পদ্মা কনফারেন্স হল থেকে যোগ দেন।

রাজশাহী রেঞ্জ ডিআইজির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভাগের আট জেলার পুলিশ সুপার নিজ নিজ কার্যালয় থেকেই যোগ দেন। তারা বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। পরে ডিআইজি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভার শুরুতে ডিআইজি আবদুল বাতেন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহী বিভাগের সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেন। তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশ দেন। সেসঙ্গে লকডাউন নিয়ে সব প্রকার সরকারি নির্দেশনা বাস্তবায়নে এসপিদের নির্দেশনা দেন তিনি।

এছাড়া মাদকবিরোধী চলমান অভিযান জোরদার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) গৃহীত পদক্ষেপগুলো এসপিদের তদারকি করার জন্যও নির্দেশ দেন।

সভায় রেঞ্জ কার্যালয় থেকে রাজশাহীর অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।