ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

সেনবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
সেনবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন থেকে নার্গিস আক্তার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে এনায়েতপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নার্গিস আক্তার ওই গ্রামের আবদুল মতিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, গত ২-৩ মাস আগে একই এলাকায় এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নার্গিসের। কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে নার্গিস। বুধবার বিকেলে বাবার বাড়ির লোকজনের অজান্তে ঘরে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নার্গিস।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নার্গিস মানসিককভাবে অসুস্থ বলে জানিয়েছে তার পরিবার।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।