ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
পঞ্চগড়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পঞ্চগড়: মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে পঞ্চগড়ে চার ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড় বাজারের এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

পরেশ চন্দ্র বর্মণ বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না রাখার দায়ে পঞ্চগড় বাজারের বগুড়া মিষ্টি ঘর, নিউ আল্লাহর দান চাউল ঘর, ফল ও মসলা ব্যবসায়ীসহ চার ব্যবসায়ীকে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।