ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে পাথর কোয়ারিতে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
সিলেটে পাথর কোয়ারিতে কিশোরের মৃত্যু

সিলেট: সিলেটে পাথর তুলতে গিয়ে জহিরুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত জহিরুল ইসলাম সিলেট সদরের জালালাবাদ থানাধীন মানসিনগর গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে।


 
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাথর শ্রমিকের কাজ করেন জহিরুল। ভোরে খেকো চক্রের নির্দেশে ভোলাগঞ্জ রেলওয়ের মালিকানা রোওয়ে বাংকার থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে করতে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে প্রাণ হারান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, জহিরুল পাথর তুলতে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ