ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো চালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো চালকের

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের বকসীপাড়া গ্রামে পুকুর থেকে মাটি উত্তোলনের সময় মানিক মিয়া (২৬) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে চাকিরপাশা ইউনিয়নের খুলিয়াটারি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জোতগোবর্ধন গ্রামের নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াটারী স্কুলের পাশে বকসীপাড়ায় পুকুর থেকে দুপুরের দিকে ইটভাটার মাটি উত্তোলন করে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে রাস্তয় ওঠার সময় আকস্মিকভাবে দুই চাকা উপরে উঠে যায়। এসময় চালক মানিক মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে নিজের শরীর ধাক্কা লেগে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।