ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাতিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় নানির হাত ভেঙে দিল যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
নাতিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় নানির হাত ভেঙে দিল যুবক

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠিতে নাতিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় নানির হাত ভেঙে দিয়েছে রুবেল হোসেন নামে এক যুবক। এ ঘটনায় থানায় একটি মামলার পর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।  

থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাগরকান্দা এলাকায় ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানি করার প্রতিবাদ করায় ওই শিশুর নানিকে পিটিয়ে হাত ভেঙে দেয় ওই এলাকার আফজাল হোসেনের ছেলে রুবেল (২৮)। রুবেল এলাকায় অসংখ্য নারী কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িত। বৃহস্পতিবার প্রতিবেশির ঘরে বেড়াতে আসা অশ্বথুকাঠী এলাকার ১১ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দেন রুবেলের। এতে শিশুটির চিৎকার দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির মুখে ঘটনাটি শুনে এর প্রতিবাদ করে শিশুটির নানী। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল শিশুটির নানীকে পিটিয়ে তার হাত ভেঙে দেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, শিশুটির শরীরে হাত দিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।