ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ড্রামের মধ্যে মিললো তরুণীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
ড্রামের মধ্যে মিললো তরুণীর মরদেহ ...

রাজশাহী: রাজশাহীতে একটি ডোবায় ড্রামের ভেতর এক তরুণীর মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

নিহত তরুণীর বয়স হতে পারে ২০ থেকে ২২ বছর।  

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটিহাট এলাকায় একটি ডোবায় মরদেহ ঢোকানো ড্রামটি পাওয়া যায়।

সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের মধ্যে একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ মরদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, নিহত ওই তরুণীর পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছিল। আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসএস/এইচএডি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।