নীলফামারী: ধান কাটতে নাটোরে কৃষি শ্রমিক পাঠানো হলো নীলফামারীর সৈয়দপুর থেকে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে চলছে লকডাউন।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই শ্রমিকদের বিদায় জানানো হয়।
কৃষি বিভাগ সূত্র জানায়, নাটোরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চলছে ধান কাটার মৌসুম। কিন্তু ওইসব এলাকায় চলছে শ্রমিক সংকট। উত্তরাঞ্চলের ধানকাটা শ্রমিকই হচ্ছে ভরসা তাদের। কিন্তু লকডাউন থাকায় যানবাহন চলছে না। ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বের হতেও পারছেন না। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগ ধান কাটতে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, আজ (রোববার) প্রথম ধাপে সৈয়দপুর থেকে ১৪ জন কৃষি শ্রমিক পাঠানো হলো নাটোরে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ সংক্রান্ত আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ ও কৃষি বিভাগের কর্মকর্তা।
ইউএনও নাসিম আহমেদ জানান, লকডাউনে যানবাহন চলাচল বন্ধ আছে তাই আমরা সরকারি ব্যবস্থাপনায় একটি মাইক্রোবাসে ওই শ্রমিকদের নাটোরে পাঠালাম। স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের যাবতীয় সুরক্ষা ব্যবস্থা করে বিদায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট ধানকাটা এলাকার চাহিদা অনুযায়ী পরবর্তীতে আরও শ্রমিক পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
আরএ