ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা।

সোমবার (১৯ এপ্রিল) রাতে মন্ত্রীর বাসভবনে এ বৈঠক হয়।

হেফাজতে ইসলাম নাকি সরকারের তরফ থেকে এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ে রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়। এতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীসহ কয়েকজন নেতা অংশ নেন।

সূত্র জানায়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের টানাপড়েন কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠক আহ্বান করা হয়েছে।

সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারে সংগঠনটিতে নানামুখি তৎপরতা চলছে। রোববার করণীয় ঠিক করতে ভার্চুয়াল বৈঠক করেন হেফাজত নেতারা। তবে ভার্চুয়াল ওই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে হেফাজতের তরফ থেকে কিছু জানানো হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এক ঘনিষ্ঠ সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।