ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নোয়াখালী: পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বীর মুক্তিযোদ্ধাদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল গুড়ো দুধ, চিনি, সুজি ও ডাল।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ইফতার সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। জেলার নয়টি উপজেলায় মোট এক হাজার বীর মুক্তিযোদ্ধার মধ্যে পর্যায়ক্রমে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি এবং সৈকত রায়হান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।