ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লকডাউন: ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
লকডাউন:  ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: করোনা রোধে সারাদেশে লকডাউন পরিস্থিতিতে ত্রাণের দাবিতে সাতক্ষীরায় বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রমিক নেতা শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শেখ মাখছুর রহমান, মীর মনিরুজ্জামান মনি, আক্তারুজ্জামান মহব্বত, জুলফিকার হোসেন সবুজ, সাইফুল ইসলাম, সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।  

এ সময় বক্তারা বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। টানা ১৭ দিন গাড়ি বন্ধ থাকলেও এখনো পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি কেউ। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের।

বক্তারা শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান। একইসঙ্গে তারা ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।